চীন সরকারের বৃত্তি

চীন সরকার ‘চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে ২০০৮-০৯-এর আওতায় চারটি আন্ডার গ্রাজুয়েট, পাঁচটি পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের কাছে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

যোগ্যতাঃ
১· আন্ডার গ্রাজুয়েট বৃত্তির জন্য শিক্ষার্থীদের এইচএসসিতে ‘এ’ গ্রেডধারী হতে হবে, বয়স ২৫ বছরের কম হবে।
২· মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট বৃত্তির জন্য প্রার্থীদের প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে, বয়স ৩৫ বছরের কম হবে।
৩· ডক্টরেট (পোস্ট গ্রাজুয়েট) বৃত্তির জন্য প্রার্থীদের প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে, বয়স ৪০ বছরের কম হতে হবে।
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট http:// www.csc.edu.cn হতে আবেদন ফরম ও Foreign physical examination form সংগ্রহ করতে হবে।

১৩ মার্চের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে। ঠিকানাঃ রায়না আহমেদ, সিনিয়র সহকারী সচিব, শিক্ষা মন্ত্রণালয়।

No comments:

Post a Comment